ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

দিরাইয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
দিরাইয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু  ফাইল ফটো

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

তবে তাদের সৎকার হওয়ার পর ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ।

মৃত্যু বরণকারিরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।

রাত ১১টায় দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বজ্রপাতে হাওরে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটা বিকেল সাড়ে ৫টার হলেও আমি ১০-১৫ মিনিট আগে জেনেছি, তাদের মরদেহ সৎকার হয়ে গিয়েছে আমরা খোঁজ নিচ্ছি এখন।

কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে সৎকার করে ফেলেছে।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।