ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিমতলী ট্রাজেডি: পরিচয়হীন ছয়জনের লাশ দাফন

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: রাজধানীর নিমতলীতে অগ্নিকাণ্ডে মৃত ছয়জনের লাশ আজ শুক্রবার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হতভাগ্যদের পরিচয় না পাওয়া লাশগুলো সকালে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

পরিচয়হীন মৃতদেহগুলো এতদিন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) হিমঘরে ছিল।

আগুনের লেলিহান শিখা তাদের এমনভাবে পুড়িয়েছে যে কেউই তাদের শনাক্ত করতে পারেনি। পরিচয়হীনভাবেই তাদের আজ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

গত ৩ জুন নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
বিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।