ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি কর্মকর্তার ফোন ক্লোন, টাকা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
সরকারি কর্মকর্তার ফোন ক্লোন, টাকা দাবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের (ডিডিএলজি) ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন জনপ্রতিনিধি ও সচিবদের কাছে টাকা চাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডিডিএলজি তোফাজ্জল হোসেন নিজের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন।

পাশাপাশি তার নম্বর থেকে ফোন দিয়ে কেউ অনৈতিক সুবিধা চাইলে তাকে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) তোফাজ্জল হোসেন বলেন, বুধবার (২২ এপিল) থেকে এ সমস্যা দেখা দিয়েছে। অর্থ চাওয়ার পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি ও সচিবদের কাছে অফিস পরিদর্শনের যাওয়ার মতো মিথ্যা তথ্যও দেওয়া হচ্ছে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছি, তবে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।