ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফের নিউমার্কেটে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
ফের নিউমার্কেটে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরে নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

পরে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।  

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫টা ৪০ মিনিটের পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউমার্কেট জনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহিন শাহ বলেন, ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়। এরপর ঢাকা কলেজের সামনে কয়েকটি আতশবাজি অথবা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আমরা শুনতে পেরেছি।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ অথবা আতশবাজির ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে আমরা যান চলাচল স্বাভাবিক করি। ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমরা তদন্ত করছি। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমএমআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।