ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাজা শেষে নিজ দেশে ফিরলেন ৫ ভারতীয় নাগরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
সাজা শেষে নিজ দেশে ফিরলেন ৫ ভারতীয় নাগরিক

দিনাজপুর: অবৈধভাবে বাংলাদেশে আসার দায়ে আটক হওয়া ভারতীয় পাঁচ নাগরিককে সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।  

বুধবার (২০ এপ্রিল) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্টের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

 

ভারতে ফেরত যাওয়া পাঁচজন হলেন- নুর আমিন (৩৩), সামিউল হাসদা (৩৮), লিপলাল হেমরম (৪৪), রুবেল মার্ডি (৪৩) ও শান্তনা মুর্মু (৪৮)। তারা সবাই ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা।  

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে দিনাজপুর ও নওগাঁ কারাগারে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেন তারা। কারাভোগ শেষ হওয়ায় তাদের দুই দেশের ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে দেশে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।