ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে রেলপথ ঘেঁষে বসা ২০০ মৌসুমী দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
সৈয়দপুরে রেলপথ ঘেঁষে বসা ২০০ মৌসুমী দোকান উচ্ছেদ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলপথ ঘেঁষে অবৈধভাবে বসা ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০ মৌসুমী দোকান উচ্ছেদ করা হয়েছে।  

বুধবার (২০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা।  

অভিযানেকালে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অভিযানে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে হাওয়ালদারপাড়া পর্যন্ত রেলপথ ঘেঁষে অবৈধভাবে স্থাপন করা ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় জামিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

‘সৈয়দপুরে রেলপথে হরেক পণ্যের দোকান, দুর্ঘটনার শঙ্কা’ এই শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর রেলওয়ে কর্তৃপক্ষের টনক নড়ে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।