ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ১৫ স্বর্ণের বারসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
বেনাপোল সীমান্তে ১৫ স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ১৫টি স্বর্ণে বারসহ মনিরুল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বারগুলোর মোট ওজন ১ কেজি ৭৪০ গ্রাম।

 

বুধবার (২০ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প।

আটক মনিরুল পুটখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরের দিকে সেখানে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১৫টি স্বর্ণের বার (১ কেজি ৭৪০ গ্রাম) জব্দ করা হয়। মনিরুল নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।