ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রনি মোল্লা (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই যুবক আহত হয়েছেন।



নিহত রনি ওই ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার মেঝ ছেলে। আহতরা হলেন- তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রনি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা।  
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত সাড়ে ৩টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপর দুই ভাই শহিদুল ইসলাম সোহেল ও তরিকুল ইসলাম তৌকিরের চিকিৎসা চলছে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রনির লোকজনকে মামুন মেম্বারের সন্ত্রাসী বাহিনী কুপিয়ে জখম করেন। এ ঘটনার জেরে রনির লোকজন মামুন মেম্বার ও তার লোকদের ওপর হামলা চালায়। এ সময় মামুনের সন্ত্রাসী বাহিনী রনিসহ তার তিন ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মধ্যরাতে রনির মৃত্যু হয়।

নিহত রনির স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হাতকাটা মামনু এলোপাতাড়ি কুপিয়ে রনিকে হত্যা করেছেন। রনির অপর দুই ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে তারা দাবি করেন।  
ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তারা খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোডে করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রনির মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলা‌দেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।