ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

সাড়ে ৪ ঘণ্টা পর নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, এপ্রিল ২০, ২০২২
সাড়ে ৪ ঘণ্টা পর নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট চালু

ঢাকা: প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাজধানীর নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বিকেল সোয়া ৪টার দিকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা রাত সাড়ে ৮টার দিকে চালু হয়।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ভিডিও এবং ছবি দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সরকারের নির্দেশে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকে বলে জানায় মোবাইল অপারেটররা।

সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এই সংঘর্ষ শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২০ এপ্রিল,২০২২
এমআইএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।