ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে মোমেনের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে মোমেনের বৈঠক

ঢাকা: সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সিঙ্গাপুরের প্রেসিডেন্টের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ফেসবুক বার্তায় বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করতে পেরে আমি আনন্দিত।

তিনি বলেন, ড. মোমেন সিঙ্গাপুরে এক সরকারি সফরে আছেন। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর সঙ্গে এই সফর মিলে গেছে। আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছি।

প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব আরও বলেন, আমি ড. মোমেনের সিঙ্গাপুরে একটি আনন্দদায়ক অবস্থান ও দেশে ফেরার লক্ষ্যে একটি নিরাপদ ভ্রমণ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।