ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: দিনভর যানজটে রাজধানী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: দিনভর যানজটে রাজধানী

ঢাকা: রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে যানজটে নাকাল হয়েছেন কর্মজীবী মানুষ।

সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের বাক-বিতণ্ডার জের ধরে মধ্যরাতেই সংঘর্ষ বাঁধে। পরদিন সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। বিকেল ৪টা নাগাদ থেমে থেমে সংঘর্ষ চলছিল।  

এদিকে সংঘর্ষের ঘটনায় সকাল থেকেই মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প রুটে মানিক মিয়া এভিনিউ হয়ে নিউ মার্কেটমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। এতে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, মতিঝিল এলাকায় দুপুরের দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা গড়ালে যানবাহনের চাপ বেড়ে গেলে অন্যান্য সড়কেও দেখা যায় যানজট। শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়।  

সংঘর্ষের ঘটনার পরপরই সকাল থেকে মিরপুর-আগারগাঁও হয়ে ফার্মগেট যাওয়ার পথে তীব্র যানজট দেখা গেছে। নিউ মার্কেটের দিকের পরিবহনগুলো খামারবাড়ির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এতে করে অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

এ ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্গিস কবির বাংলানিউজকে বলেন, সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে খামারবাড়ি পর্যন্ত আসতে ৪০ মিনিট লেগেছে তার। এরপর গাড়ি থমকে থাকায় খামারবাড়ি থেকে হেঁটে কাওরানবাজার পর্যন্ত চলে এলাম।  

এদিকে বিজয় সরণি, ফার্মগেট, কাওরানবাজার ও বাংলামোটরসহ এসব এলাকার সংযোগ সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা গেছে। বিশেষ করে অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

 দুপুরে রামপুরা ও নতুন বাজার এলাকাতেও যানজট দেখা গেছে। এসব সড়কে গণপরিবহনের সংখ্যাও কমে যায়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

 ঢাকা শহরে চলমান অনেকগুলো উন্নয়ন-কাজ চলছে সেটা যানজটের একটি কারণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী সাতদিনের মধ্যে ট্রাফিক পুলিশ একটি কর্মপদ্ধতি বের করবে বলে জানান মন্ত্রী। তিনি আমা করেন, দু’একদিনের মধ্যে যানজট কিছুটা নিয়ন্ত্রণ হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতরের সময় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসএমএকে/এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।