ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ঈদের আগের দিন পর্যন্ত চলবে মশা নিধন অভিযান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
মৌলভীবাজারে ঈদের আগের দিন পর্যন্ত চলবে মশা নিধন অভিযান

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরে বেড়েছে মশার উপদ্রব। শহরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্তি দিতে মশা নিধন অভিযান শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা।

‘ফগার মেশিন’ নামে ‘মশার কামান’ দিয়ে মশা নিধন অভিযান চলছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) শহরের ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন সব এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটিয়ে আবারও মশা নিধন কার্যক্রম শুরু করা হয়। ফগার মেশিনে মশা নিধন স্প্রে করার পাশাপাশি ঝোপ-জঙ্গলও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

ঈদের আগের দিন পর্যন্ত পৌরবাসীকের শান্তি দিতে পৌর শহরের নয়টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, ঈদের আগেই শহরের নয়টি ওয়ার্ডের সবকটি এলাকায় মশা নিধন কার্যক্রম চলবে।

মেয়র পৌর এলাকার সব নাগরিককে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে মশাবাহী রোগ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।