ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনা জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
খুলনা জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার

খুলনা: খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ০১৩২২ ৮৭৫৫০০ ক্লোনপূর্বক অজ্ঞাত এক/একাধিক দুষ্কৃতকারী অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে টেলিফোনিক বার্তা দিচ্ছে এবং চাওয়া অর্থ ০১৯৩৯ ০৪০৬২৪ নগদ/বিকাশ নম্বরে পাঠানোর অনুরোধ জানাচ্ছে মর্মে বিষয়টি জেলা প্রশাসন অবগত হয়েছে।

এ বিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতোমধ্যে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

এ প্রেক্ষিতে কোনো ব্যক্তি অর্থ সহায়তা চেয়ে জেলা প্রশাসনের বরাতে কোনো ক্ষুদে বার্তা (এসএমএস) বা টেলিফোনিক বার্তা দিলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের যেকোনো দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।