ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ওএমএসের ১৭৪ বস্তা চাল-আটা জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ফরিদপুরে ওএমএসের ১৭৪ বস্তা চাল-আটা জব্দ  জব্দকৃত আটা ও চাল

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ওএমএসের ৭২ বস্তা চাল ও ১০২ বস্তা আটা জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সুমন কর বলেন, রোববার (১৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কুসুমদি নামক এলাকা থেকে ওই চাল ও আটা জব্দ করা হয়।  এসব পণ্য কালোবাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।  এ সময় ট্রাক চালক ও এর সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।