ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ঝিনাইদহে বিদ্যুস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিহতের স্বজনদের আহাজারি

ঝিনাইদহ: ঝিনাইদহে বিদ্যুস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলার চোরকোল গ্রামের ময়নার খাল নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের জাহা বক্সের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ময়নার খাল এলাকায় জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিলেন সাইদুল ইসলাম। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই বাড়ির বিদ্যুতের মিটার খুলে যায়। সেই মিটার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।