ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

অপহরণের চার মাস পর কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
অপহরণের চার মাস পর কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের চার মাস পর দীপ্তি রানী মল্লিক (১৫) নামে এক কিশোরীকে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী সুজন ওরফে মুন্নাকে (২৪) গ্রেফতার করা হয়।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেফতার সুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সুজন কিশোরগঞ্জ সদর থানা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা জানান, দীপ্তি পরিবারসহ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। সে স্কুলে যাওয়ার সময় সুজন তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সে স্কুলে যাওয়ার সময় সুজন তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতের পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দেয়। অনুসন্ধান চালিয়ে শনিবার রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও সুজনকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।