ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে অবৈধ ৫ ইটভাটায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
সাভারে অবৈধ ৫ ইটভাটায় অভিযান

সাভার (ঢাকা): পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরির অভিযোগে সাভারে পাঁচ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বলিয়াপুর ও আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

জানা গেছে, ইটভাটার অনুমতি না থাকায় সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় এবিসি ব্রিকস ও ভাকুর্তা এলাকায় বিএমসি ব্রিকস আংশিক ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমিন বাজার চাঁনপুড় এলাকায় এইচএমবি ব্রিকস, একেবি ব্রিকস ও সোনার বাংলা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইটভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দুষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ এলাকায় অবৈধ কোনো ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।