ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে মদসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
জয়পুরহাটে মদসহ ২ যুবক গ্রেফতার মদসহ গ্রেফতার দুইজন

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে সাত বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- একই গ্রামের শুকুর আলীর ছেলে সাইফুল ইসলাম (২৩) ও মৃত হাফিজার রহমানের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দইল গ্রাম থেকে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দু’জনের নামে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সাইফুলের নামে এর আগেও মাদকের একটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘন্টা, এপ্রিল ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।