ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন।  

শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মকবুল সদর উপজেলার ভগবাননগর গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে মকবুল ও তার ছোট ভাই মনিরুল মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বিরোধপূর্ণ জমিতে মকবুল ঘর নির্মাণ করতে গেলে তাকে বাধা দেন মনিরুল ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সে সময় ছোট ভাই মনিরুল, তার ভাগিনা রাশেদুল ইসলাম, ভগ্নিপতি রশিদুল ইসলাম মকবুল ও তার ছেলে রুবেলসহ তিনজনকে মারধর করেন। এতে গুরুতর আহত হন মকবুলসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।