ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাগাজীতে জমি জবরদখলে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
সোনাগাজীতে জমি জবরদখলে বাধা দেওয়ায় কুপিয়ে জখম আহত আহসান।

ফেনী: ফেনীর সোনাগাজীতে বশতঘর ভাঙচুর করে জমি জবরদখলে বাধা দেওয়ায় আহসান উল্যাহ মাস্টার (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের পুরাতন সওদাগর হাট সংলগ্ন আবদুস ছোবহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, আহসানের সঙ্গে একই বাড়ির ইসমাইল হোসেন ভুট্টোর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক বিষয়টি মীমাংসা করে দিলেও ইসমাইল সালিশি রায় না মেনে মাস্টারকে হয়রানি করতে থাকেন।  

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভূ্ট্টো ভাড়াটে সন্ত্রাসী এনে মাস্টারের বশতঘর ভাঙচুর করে জমি জবরদখলের চেষ্টা চালায়। এ সময় মাস্টার বাধা দিলে ইসমাইল হোসেন ভুট্টো, তার ছেলে মনিরুল ইসলাম দিপু, মো. বাবুল ও মো. মফিজুল হকসহ ১০-১২জন মিলে আহসানকে কুপিয়ে গুরুতর জখম করেন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।