ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১১

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।
 
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধভাবে কিছু বাংলাদেশি দেশে প্রবেশ করেছে। এমন খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। সেসময় মাটিলা বিওপি’র সুন্দরপুর গ্রামের মাঠ থেকে ওই ১১ জনকে আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বগুড়া জেলার বিভিন্ন গ্রামে।

আটকদের সকলের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।