ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

তিনি বলেন, নলকা সেতু এলাকায় বিশাল বিশাল গর্তের কারণে বৃহস্পতিবার রাত থেকে এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সকালে যানজট কমলেও গাড়ি চলাচলে ছিল ধীরগতি। হাইওয়ে পুলিশ কিছু ইট সংগ্রহ করে মহাসড়কের ওইসব গর্ত বন্ধ করার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মহাসড়ক।

এর আগে, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। মুহূর্তেই মহাসড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।