ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

১২৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
১২৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে অর্থ সহায়তা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে সরকারি কলেজ, বৌদ্ধ শিশুঘর স্কুল ও কলেজ ও মাইসছড়ি কলেজে অধ্যয়নরত ১২৫ জন মেধাবী দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় হল রুমে এই সহায়তা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।

অনুষ্ঠানে ১২৫ জন শিক্ষার্থী ও ৯ জন দুস্থ অসহায় পরিবারে জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৪ লাখ ৬৯ হাজার টাকার নগদ অনুদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।