ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
সোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় আবদুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাত্তার একই উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে বজরা বাজার এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন আবদুস সাত্তার। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা নোয়াখালী এক্সপ্রেসের লোকাল একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।
 
চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নওফেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।