ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

এর আগে, বুধবার (৬ এপ্রিল) হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতাররা হলেন, মো. রিয়াজুল ইসলাম, মো. মুন্না হাওলাদার, মো. শাকিল হাওলাদার, মো. ফেরদৌস ও মো. আবুল কালাম আজাদ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, হাজারীবাগ থানার রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় কতিপয় লোক ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।