ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আর অক্সিজেন সংকট হবে না রামেক হাসপাতালে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
আর অক্সিজেন সংকট হবে না রামেক হাসপাতালে 

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থাপন হলো দেশের মধ্যে সর্বোচ্চ লিকুইড অক্সিজেন ট্যাংক (ভিআইই)। সেন্ট্রাল এই অক্সিজেন প্লান্টের ধারণ ক্ষমতা ৩০ হাজার লিটার।

বুধবার (০৬ এপ্রিল) রামেক হাসপাতালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফিতা কেটে এটি উদ্বোধন করেন- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এ সময় রামেক হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।  

ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, বাংলাদেশের কোনো মেডিক্যাল কলেজ হাসপাতালে এতো বড় লিকুইড অক্সিজেন ট্যাংক (ভিআইই) নেই। কোভিড চলাকালীন হাসপাতালের অক্সিজেন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ ব্যবস্থা মনিটরিংয়ের দ্বায়িত্ব তার ওপর দিয়ে ছিলেন- হাসপাতাল পরিচালক। কোভিড ওয়ার্ডে পাইপ লাইনের মাধ্যমে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করার একটা চ্যালেঞ্জ ছিল তার। অক্সিজেন সরবরাহ কোম্পানির কারখানা যমুনা নদীর ওপারে থাকায় জরুরি সময়ে এর ব্যবস্থাপনা নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতে হতো তাকে।  

একদিন লিকুইড অক্সিজেন ট্যাংক দুর্ঘটনায় পড়ে। ওই সময় অক্সিজেনের অভাবে রোগী মারা গেলে সরবরাহ কোম্পানির বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়ে ছিলেন তিনি। যদিও ওই সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবে এড়ানো গেছে। তবে তখনই সিদ্ধান্ত নিয়ে ছিলেন যে, এটার ধারণ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে।  

সেই ধারাবাহিকতায় ১০ হাজার লিটার লিকুইড অক্সিজেন ট্যাংক পরিবর্তন করে লিন্ডে কোম্পানি বিনা মূল্যে রামেক হাসপাতালের ভবিষ্যতের কথা চিন্তা করে এটি স্থাপন ও কার্যক্রম শুরু করলো। দেশের কোনো মেডিক্যাল কলেজ হাসপাতালে এতো বড় লিকুইড অক্সিজেন ট্যাংক এখন পর্যন্ত নেই।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।