ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলোচিত ১শ’ হত্যা মামলা নিয়ে বই প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
আলোচিত ১শ’ হত্যা মামলা নিয়ে বই প্রকাশ

ঢাকা: বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলাসহ আলোচিত ১০০টি হত্যা মামলার রায় নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির লিখিত ‘অ্যান ওভারভিউ অব হান্ড্রেড সেনসেশনাল মার্ডার কেসেস অব বাংলাদেশ’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বক্তব্য রাখেন— জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, শামসুল হক ও আইনজীবী ফজলুল হক খান ফরিদ।

বইয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কুটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা, এরশাদ শিকদারের মামলা, সালেহা খুকি, মুফতি হান্নান, ফৌজিয়া রহমান চাপার মামলা, শারমিন রিমা হত্যাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলার রায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।