ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর থেকে ৭০ কেজি ওজনের একটি ‘কষ্টিপাথরের’ মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় মূর্তি পাচারকারী তিন সদস্যকে আটক করা হয়।

মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গনেশ পালের বাড়িতে এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সুলতানপুর গ্রামের মণি মণ্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মণ্ডল (১৯)।  

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। মূর্তিটি বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭০ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংবলিত ব্রহ্মা মূর্তি। এর আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার মূর্তিটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।