ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাংশায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
পাংশায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু ফাইল ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকার কুড়াপাড়া রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৩৫) নামে প্যাডেল চালিত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল পাংশার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের ভাতিজা মতিন খানের ছেলে। তিনি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে।

জানা গেছে, ভ্যান নিয়ে ওই রেল ক্রসিং পার হচ্ছিলেন মনিরুল। এ সময় ট্রেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন ধাক্কা তাকে দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয় এবং ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।