ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
খুলনায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল

খুলনা: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে খুলনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় অভিজাত খুলনা ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে স্থানীয় ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৫০০ অতিথি অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হোসেন।

আরও উপস্থিত ছিলেন এমসিএমএলের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বিআইসিএলের সাউথ উইংয়ের ডিজিএম (সেলস) পলাশ আক্তার, এজিএম ব্রান্ড কমিনিকেশন সিমেন্ট সেক্টর মো. সাইফুল ইসলাম রুবেল, বিআইসিএলের সাউথ উইংয়ের এজিএম (সেলস) মো. জিয়াউর রহমান, এমসিএমএলের ওয়েস্ট জোনের এজিএম (সেলস) মো. আশিক আহমেদসহ বসুন্ধরা সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তারা। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহফুজুর রহমান। এসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি–মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।