ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে রিকশা-অটোরিকশার লাইসেন্স নবায়ন ৩০ এপ্রিল পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
রাজশাহীতে রিকশা-অটোরিকশার লাইসেন্স নবায়ন ৩০ এপ্রিল পর্যন্ত

রাজশাহী: মহানগরীতে চলাচলরত লাইসেন্সবিহীন সকল অটোরিকশা, চার্জার রিকশার লাইসেন্স নবায়নের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

এখনো যারা ২০২১-২২ অর্থবছরের অটোরিকশা, চার্জার রিকশার লাইসেন্স নবায়ন করেননি তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নবায়ন করতে বলা হয়েছে।

রাসিকের মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সরিফুল ইসলাম বাবু এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চালকদের নির্ধারিত পোশাক পরিধান করে চার্জার রিকশা, অটোরিকশা চালাতে হবে। মহানগরীকে যানজট মুক্ত রাখতে অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিকশা, চার্জার রিকশা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে।

এ নিয়ে সোমবার (০৪ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের ইজিবাইক, অটোরিকশা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সভা হয়েছে বলে জানান সরিফুল ইসলাম বাবু।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।