ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভেদরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
ভেদরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার 

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ায় হাবিবুল্লাহ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
   
সোমবার (৪ এপ্রিল) উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এলাকার বাজার টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

নিহত শিশুটি ওই এলাকার রাজ্জাক আলী মোল্লার ছেলে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুটির নানি শাহিদা বেগম বলেন, শিশুটির বাবার সঙ্গে মায়ের তালাক হওয়ার পর শিশুটি বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকতো। রোববার দুপুরে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছে। আমি মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির মরদেহ। কে আমার অবুঝ নাতিরে মারলো। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তাক্ষণিক পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা করেনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।