ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাতে সরকারি গাছ কাটার সময় সাবেক মেম্বার ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
রাতে সরকারি গাছ কাটার সময় সাবেক মেম্বার ধরা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে রাস্তার সরকারি গাছ কাটার সময় সাবেক এক মেম্বারকে আটক করেছে গ্রাম পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) সকালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার নৈহাটি এলাকায় গাছ কেটে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লিটন বলেন, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রশিদ। পরে ঘটনাস্থলে গিয়ে মেম্বারকে হাতেনাতে ধরে ফেলি আমরা। এরপর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজকে অবহিত করলে একই ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্বাস আলীও ঘটনাস্থলে যান এবং চেয়ারম্যানের নির্দেশে কাটা গাছগুলো জব্দ করেন।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আব্বাস আলী বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে রশিদ মেম্বারকে কাটা গাছসহ হাতেনাতে ধরা হয়। পরে গাছগুলো রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পোস্ট মাষ্টার আব্দুর রহমান ও সাবেক মেম্বার রশিদ গংরা আগেও রাতের আঁধারে এ সড়কের গাছ কেটে বিক্রি করেছে। তা এলাকার সবাই জানে।

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য রশিদের মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ বলেন, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা অবস্থায় রশিদ মেম্বারকে পাওয়া যায়। পরে তাকে ছেড়ে দিয়ে গাছগুলো গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।