ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার ইউপি চেয়ারম্যানদের কাছে বিভিন্ন অনুদান দেওয়ার কথা বলে ওই চাঁদা চাওয়া হয়।

 

এ ঘটনায় উপজেলা মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু শনিবার (০২ এপ্রিল) নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ইউএনও শেখ আব্দুল্লাহ আল সাদীদ জানান, গত দু’দিন সরকারি মোবাইল নম্বর ক্লোন করে কোন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, মাটিভাঙ্গার মো. জাহিদুল ইসলাম বিলু, দীর্ঘার আশুতোষ বেপারী, শাখারীকাঠীর মো. খালিদ হোসেন সজল, শেখমাটিয়ার আতিয়ার রহমার চৌধুরী নান্নু, শ্রীরামকাঠীর মো. আলতাফ হোসেন বেপারীকে ইউনিয়ন পরিষদে অনুদান দেওয়ার কথা বলে চাঁদা দাবি করেন। তবে কেউ কোনো টাকা দেননি। এছাড়া অন্য কারো কাছে চাঁদা চেয়েছে কিনা তা জানি না।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্তকে সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।