ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপাতলী বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
রূপাতলী বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে উত্তেজনা

বরিশাল: বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে সদরের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২ এপ্রিল) টার্মিনাল দুই পক্ষের শ্রমিক ইউনিয়নের সমর্থকরা দফায় দফায় টার্মিনাল এলাকায় মহড়া দেয়।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল টার্মিনালে।

সিটি মেয়র অনুসারী বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, শান্তিপূর্ণভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে একটি মহলের কিছু লোক হামলা চালায়। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে।
 
তবে, এ বিষয়ে প্রতিমন্ত্রীর অনুসারী সুলতান মাহমুদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বাসায় আছি।

এদিকে কোতোয়ালি পুলিশের পরিদর্শক বিপ্লব মিস্ত্রি জানান, দুই পক্ষের মধ্যে কিছু দিন ধরে টার্মিনালে উত্তেজনা বিরাজ করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ