ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে বিদেশি যাত্রীবাহী গাড়িতে ডাকাতির চেষ্টা, আহত ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
রূপগঞ্জে বিদেশি যাত্রীবাহী গাড়িতে ডাকাতির চেষ্টা, আহত ৫ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি যাত্রীবাহী গাড়িতে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (০১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়কের স্বর্ণখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতের নাম রাসিম। তার বাড়ি উপজেলার গুতুলিয়া গ্রামে। বাবার নাম আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে ডাকাতির উদ্দেশ্যে বিদেশি যাত্রীবাহী গাড়ির গতিরোধ করে ১০-১২ জনের একটি দল। এ সময় গাড়িতে থাকা তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়।

আর স্বর্ণখালী বাজারে ডাকাতি হচ্ছে—খবর পেয়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতদের হামলায় আতিকুর ও রাজ্জাক নামের দুই ব্যক্তি আহত হয়। এ সময় রাসিমকে গণপিটুনি দেয় তারা। খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, অভিযুক্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমআরপি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।