ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় পরিত্যক্ত ঘরে রাখা ছিল পাইপগান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
পাথরঘাটায় পরিত্যক্ত ঘরে রাখা ছিল পাইপগান

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের জাফর নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘর থেকে দেশি পাইপ গান, কার্তুজ ও ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে এগুলো জব্দ করা হয়।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহিতা গ্রামের জাফরের পরিত্যক্ত ঘরে দেশীয় অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে ওই ঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র, কার্তুজ ও খোসা জব্দ করে পুলিশ।

তিনি আরও বলেন, কে বা কারা কেন এ অস্ত্র এখানে রেখেছিল, তা জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।