ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৫০ মণ জাটকাসহ আটক ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
বরিশালে ৫০ মণ জাটকাসহ আটক ১১ ফাইল ছবি

বরিশাল: বরিশালের তালতলী বাজার থেকে ৫০ মণ জাটকাসহ ১১ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্প‌তিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মৎস্য অধিদপ্তর ও র‌্যাব-৮ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১১ জন ব্যবসায়ীকে জাটকা মাছ বিক্রি করতে দেখা যায়। অভিযানে তাদের আটক করা হয়। পরে জব্দ করা ৫০ মণ মাছ নগরীর ডিসিঘাট এলাকায় এনে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী বলেন, আটকদের ব্যবসায়ীদের মধ্যে ৭ জনকে ৭ দিনের জেল, ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ২ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।