ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগতিতে ৩ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
রামগতিতে ৩ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে তিন ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটায় থাকা ১২টি ড্রাম চিমনি উপড়ে ভেঙে ফেলা হয় এবং চুল্লিগুলো পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরের দিকে অভিযান পরিচালনা করেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত ও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল।  

জানা গেছে, লাইসেন্সবিহীন ভাটায় জ্বালানি কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করায় উপজেলার হাওলাদার ব্রিকস, আল্লাহর দান ব্রিকস, আনোয়ারা ব্রিকসকে তিনটি মামলায় ৪ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিল রামগতি থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাংলানিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।