ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোবাইল কোম্পানির ২ কর্মকর্তা নিহত হয়েছেন।  নিহতরা হলেন- খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ গেট গাবতলা এলাকার রহমান শেখের ছেলে আলাউদ্দিন শেখ, আটরা গিলাতলা এলাকার মো. আরজু আল চয়ন।

এ সময় গাবতলা এলাকার আনসার আলীর ছেলে মো. হামিদুর রহমান আহত হন। নিহত দুইজন সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে মহানগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই স্টেডিয়ামের সামনে লনা থেকে দৌলতপুরগামী কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ডভ্যান পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ ৩ জন ওই গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে  নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন ও চয়নের মৃত্যু হয়।

জানা যায়, তারা ৩ জনই খুলনা মহানগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে তারা একইসঙ্গে একটি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। দৌলতপুর থানা পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করতে পারলেও চালককে ধরতে পারেনি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের খুমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে দুইজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।