ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দরবেশপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
দরবেশপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন কৃষক

মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় সিমেন্ট বোঝায় ট্রাকচাপায় মৃত্যু হয়েছে আশরাফুল ইসলাম নামে এক কৃষকের।

বুধবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

আশরাফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, আশরাফুল ও তার প্রতিবেশী সকালে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক আশরাফুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে আশরাফুলের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরপরই স্থানীয়রা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে রেখে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।