ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন প্রতীকী ছবি

হবিগঞ্জ: ধানের খড় রাখাকে কেন্দ্র করে বিরোধে হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা তোরাব আলী (৬৫) খুন হয়েছেন।  

বুধবার (৩০ মার্চ) সকালের দিকে জেলা সদর উপজেলার রিচি ইউনিয়নের বগুলাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোরাব আলী ওই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে জানান, বুধবার সকালে বাড়িতে ধানের খড় রাখা নিয়ে তোরাব আলীর সঙ্গে তার ভাতিজা নূর আলীর ঝগড়া হয়। একপর্যায়ে নূর আলী তাকে পিটিয়ে আহত করেন। আহত তোরাব আলীকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

তিনি আরও জানান, তোরাব আলীর চোখ ও মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নূর আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।