ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকায় ট্রলির ধাক্কায় মেমজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ডাঁশমারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেমজান চর সাতবাড়িয়া এলাকার মৃত জিন্নাত আলীর স্ত্রী। খবর পেয়ে মহানগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বাংলানিউজকে বলেন, একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ডাঁশমারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সমানে দিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই এলাকায় গেল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে, এর চালক পালিয়ে গেছেন।  

এ ঘটনায় ট্রলিচালককে আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানা ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।