ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যৌন হয়রানির প্রতিবাদ করায় হত্যা: মূলহোতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
যৌন হয়রানির প্রতিবাদ করায় হত্যা: মূলহোতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যৌন হয়রানির প্রতিবাদ করায় রাফি ভূইয়াকে হত্যার ঘটনায় মূলহোতা প্রদীপকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রদীপ লাউরফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এ হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদীপ হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।  

স্থানীয় বখাটে প্রদীপ, রাফি (২১) এবং শিমুল (২০) একটি মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। সোমবার (২৮ মার্চ) রাতে  রাফি ভূইয়া এর প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করেন প্রদীপ। এ অবস্থায় স্থানীয় লোকজন রাফিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।