ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে ৩ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
রায়গঞ্জে ৩ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।

 

ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বাংলানিউজকে জানান, পরিবেশ অধিদপ্তরে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভাটা স্থাপন করে ইট প্রস্তুত করার অভিযোগে রায়গঞ্জের দেশবন্ধু ইটভাটা মালিককে ২ লাখ, আলফা ইটভাটা মালিককে ৩ লাখ ও সেবা ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জেলার নয়টি উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা সব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘন্টা, মার্চ ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।