ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘর বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারালেন প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
ঘর বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারালেন প্রাণ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন চৌকিদার (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আবুল ওই গ্রামের ফারুক চৌকিদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল হোসেন জানান, মেঘনা নদীর ভাঙন থেকে নিজ বসত ঘর রক্ষা করতে ঘরের টিনের চাল অন্য জায়গায় সরাচ্ছিলেন আবুলসহ চারজন। কিন্তু পাশ্ববর্তী বাড়ির সালাম চৌকিদারের পল্লী বিদ্যুতের মিটারের সংযোগ দেওয়া ছিল তার (আবুল) ঘরের চালের ওপর দিয়ে। অসাবধানতাবশত টিনের চালা স্পর্শ করতেই ওই চারজন বিদুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন।

পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এমএস/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।