ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ে প্রতিরোধে নেত্রকোনায় সমন্বয় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
বাল্যবিয়ে প্রতিরোধে নেত্রকোনায় সমন্বয় সভা

নেত্রকোনা: বাল্যবিয়ে প্রতিরোধে নেত্রকোনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৮ মার্চ) দুপুরে নেত্রকোনা জেলা ব্র্যাক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এ সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও ব্র্যাক সমন্বয়ক প্রবাল সাহা।

এ সময় উপজেলা প্রশাসনে কর্মরত সব দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংশগ্রহণ করেন।  

এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানো, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ বিষয়ে আলোচনা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।