ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর জোসি আক্তার -ফাইল ছবি

কেরানীগঞ্জ (ঢাকা): মুন্সিগঞ্জের  সিরাজদিখানে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে  সড়কে ছিটকে পড়ে প্রাণ গেছে জোসি আক্তার (২১) নামে এক তরুণীর। রোববার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের নিমতলা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসি শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মো. গালিবের স্ত্রী।

এক প্রত্যক্ষদশী জানান, রোববার) দুপুর ১২টার দিকে গালিব স্ত্রী জোসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তারা সিরাজদিখানের নিমতলা এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে গেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন জোসি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহাররুল সোহাগ জানান, প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে  ঘটনাটি শুনেছি।   মোটরসাইকেলটি হাসাড়া থানা হেফাজতে রয়েছে । আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।