ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জমিতে পানি না পেয়ে বিষপানে অসুস্থ আরেক কৃষকেরও মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
জমিতে পানি না পেয়ে বিষপানে অসুস্থ আরেক কৃষকেরও মৃত্যু  মৃত্যুর আগে তোলা রবির ছবি

রাজশাহী: জমিতে পানি না পেয়ে বিষপানে অসুস্থ আরেক কৃষক রবি মার্ডিও (৩২) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।  

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

 

জমিতে পানি না পেয়ে রাগে-অভিমানে দুই কৃষক রবি ও তার চাচাতো ভাই অভিনাথ মার্ডি বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিএমডিএ'র গভীর নলকূপের সামনেই বিষপান করেন। এর মধ্যে অভিনাথকে বাড়ি নেওয়ার পর মারা যান। আর রবি মার্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেলেন।

বিষপানে অসুস্থ হওয়ার পর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৬ নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন। রবি ও অভিনাথ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের বাসিন্দা। বর্তমানে রবির মরদেহ হাসপাতালেই আছে।

রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, বিষক্রিয়ায় অসুস্থ রবি মার্ডি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার রামেক হাসপাতালে ছেলের সঙ্গে আসা মা ডলিনা মার্ডি জানিয়েছিলেন, রবি মার্ডি বিষপানের কথা বলেছেন। কিন্তু কেন বিষপান করেছিলেন, তা সঠিকভাবে বলতে পারেননি। রবি বলেছেন, কীভাবে বা খানু, কেনো বা খানু বুইলতে পারছি না; মনে নাই।

এদিকে ঘটনার জন্য ওই গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে দায়ী করছেন- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকরা। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষক লীগ সভাপতি। এ কারণে তাকে বাঁচাতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকদের।

এ ঘটনায় প্রথমে মারা যাওয়া অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রোমকে দিয়ে অপমৃত্যুর মামলা করিয়েছিল পুলিশ। যদিও রোজিনার দাবি, সাদা কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলার বিষয়টি তার জানা নেই।

এদিকে ঘটনার খবর পেয়ে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শুক্রবার ওই গ্রাম পরিদর্শন করেন। পরে থানায়ও যান৷ এসময় তিনি রোজিনার পাশে থাকার আশ্বাস দেন। পরে শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার মামলা নেয় পুলিশ।

আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে ২ কৃষকের বিষপান!

জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পরিবার থেকে দাবি করা হলেও জমিতে পানি না পেয়েই যে তারা বিষপান করেছেন, সেই বিষয়টি এখনও তারা নিশ্চিত নন। তবে এ ঘটনার তদন্ত চলছে। আর এ ঘটনায় মামলা হয়েছে।  

এর আগে গোদাগাড়ীতে ধানী জমিতে পানি না পাওয়ায় রাগে-ক্ষোভে দুই কৃষক বিষপান করেছেন বলে অভিযোগ ওঠে।  

এবার দেড় বিঘা জমিতে তিনি বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু ১০/১২ দিন ঘুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের পানি পাননি বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসএস/এসআই 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।