ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম খায়রুল (৩৪) (হাজতী নম্বর: ৩২৯০/১৮)।

তিনি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার সায়েদ আলীর ছেলে। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে কারাগারে  তিনি মারা যান।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন খায়রুল। বেলা পৌনে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে খায়রুলকে মৃত ঘোষণা করেন। ঢাকার সাভার থানায় দায়ের করা একটি মামলায় ২০১৮ সালের ৭ জুন থেকে তিনি এ কারাগারে বন্দী ছিলেন (মামলা নং- ৭৪(৪)১৮, ধারা-৩২৫/৩০৭/৫০)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা চেষ্টা মামলায় খায়রুল এ কারাগারে বন্দী ছিলেন। হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০, মার্চ ২৫, ২০২২।
আরএস/এমএমজেড/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।